দুর্গাপূজা উপলক্ষে তালতলী উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা সমন্বয় সভা

দুর্গাপূজা উপলক্ষে তালতলী উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা সমন্বয় সভা

মোঃ হাইরাজ তালতলি বরগুনা প্রতিনিধি:

বরগুনার তালতলী দুর্গাপূজা উপলক্ষে তালতলী পূজা কমিটি, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আইনশৃঙ্খলা সমন্বয় সভা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

তালতলী উপজেলা পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী ফারজানা রহমান আরও উপস্থিত ছিলেন তালতলী থানার উপ-পুলিশ পরিদর্শক জনাব মোঃ শহিদুল ইসলাম আরো উপস্থিত ছিলেন তালতলী প্রেসক্লাব সভাপতি আবদুল মান্নান তালতলী পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট জগদিশ এবং কমিটির সাধারণ সম্পাদক রতন কুমার বিশ্বাস এসময় আরো উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির অন্যান্য সদস্যরা। এবার তালতলীতে মোট ১২ টি মণ্ডপে হবে দুর্গাপূজা। পূজা শান্তিপূর্ণভাবে করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও  বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনটি ক্যাটাগরিতে মণ্ডপগুলোকে ভাগ করা হয়েছে। এরমধ্যে ৩টি সাধারণ, ৪টি গুরুত্বপূর্ণ ও বাকি ৫টি অতি গুরুত্বপূর্ণ মণ্ডপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া প্রতিটি মণ্ডপে ১১ সদস্য বিশিষ্ট পূজা মণ্ডপ কমিটি গঠন করা হয়েছে। তবে প্রতি মন্ডপে পুলিশ গ্রাম পুলিশ আনসার সদস্য নিরাপত্তার জন্য কাজ করবে। এছাড়া সার্বক্ষণিকভাবে  গোয়েন্দা নজরদারী রাখা হবে।